ভোট গ্রহণ শেষ, সাড়া মেলেনি ভোটারের

Elecসরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই শেষ হয়েছে দশম সংসদের ১৪৭টি আসনের নির্বাচন। তবে ভোট কেন্দ্র গুলোতে ভোটার এর সংকট দেখা দিয়েছে। কোনো কোনো কেন্দ্রে ঘণ্টায় ২-১ টি ভোট  পড়েছে। রোববার দিনভর নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৭জন। সারা দেশে তিন শতাধিক কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ভোট বর্জন করেছেন অন্তত ২৬জন প্রার্থী। নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ ও নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এদিকে সকাল থেকে ভোট প্রদানের হার ছিল হতাশাজনক। দুই পক্ষের পাল্টা অবস্থানের কারণে সর্বত্র ছিল উদ্বেগ আর আতঙ্ক। দিনভরই কেন্দ্রগুলো ছিল অনেকটা ভোটার শূন্য। এদিকে রাজধানীর বাইরের চিত্র ছিল আরও খারাপ। বেশ কয়েকটি কেন্দ্রে ভোটাররা ভোট দিতে যাননি। কোন কোন কেন্দ্রে ভোট পড়েছে একেবারেই নগন্য। আবার ভোটার ছিল না এমন কেন্দ্রেও অস্বাভাবিক ভোট পড়ার খবর পাওয়া গেছে। কোন কোন কেন্দ্রে ভোটের হার ১০ভাগেরও কম বলে জানাগেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button