৩০৪ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়া সহ নাশকতার কারণে সারাদেশে ২৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। ইসি সূত্রে জানা গেছে, রংপুরে ৮৪টি, গাইবান্ধায় ৪৩টি, নীলফামারীতে ৯টি, দিনাজপুরে ৪৫টি, বগুড়ায় ১৩টি, হবিগঞ্জে ২টি, লক্ষ্মীপুরে ৩টি, চট্টগ্রামে ২টি, ঠাকুরগাঁওয়ে ৭০টি, কুমিল্লায় ৯টি, জামালপুরে ৪টি, ঠাকুরগাঁওয়ে ৩, যশোরে ২০ ও ফেনীতে ১টিসহ মোট ৩০৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সারাদেশে ৫৯ জেলায় ১৪৭টি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও, বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় নির্বাচনী সরঞ্জাম নষ্ট হওয়ায় এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শুক্রবার থেকে সারাদেশে ১৪৭ আসনে ভোটের জন্য প্রস্তুত ১৮ হাজার ২০৮ ভোট কেন্দ্রের মধ্যে দুই শতাধিক কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।