নির্বাচন বর্জন করেছে জাতীয় পার্টি
দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে জাতীয় পার্টি। দলের প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন ভোটগ্রহণ শেষে রোববার বিকাল ৫টায় জাতীয় পার্টির পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। দলের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন।
আহসান হাবীব বলেন, এই নির্বাচনে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। তাই জাতীয় পার্টি নির্বাচন বর্জন করছে। দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মোল্লা চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য সোমনাথ দেব প্রমুখ।