প্রতিদ্বন্দ্বিহীন নির্বাচনে ফের আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়
বিরোধীদলবিহীন জাতীয় নির্বাচনে ফের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ ২৩৩ আসনে জয় পেয়েছে। এ নির্বাচনে মোট ৩০০টি আসনের মধ্যে আজ ১৪৭টি আসনের ভোটগ্রহণ করা হয়েছে। এরমধ্যে বেসরকারিভাবে ঘোষিত ১৩৯টি আসনের ফলাফল পাওয়া গেছে। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ১০৬টি, জাতীয় পার্টি পেয়েছে ১২টি আসন ও অন্যান্য দলগুলো পেয়েছে ২১টি আসন। এদিকে দিনাজপুর-৪ ও বগুড়া-৭ আসনে ইতোমধ্যে ফলাফল স্থগিত করা হয়েছে।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ১২৭ জন প্রার্থী জয়ী হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ২৩৩টি আসনে জিতল। ৩০০ আসনের সংসদে ১৫১ আসন পেলেই সরকার গঠন করা যায়। ২০০৯ সালের নবম সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এবারও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল।