নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন
একদলীয় প্রহসনের নির্বাচন দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ তামাসার নির্বাচন বাতিল ও সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।একইসাথে নির্বাচন প্রত্যাখান করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তারা। রোববার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণ সরকারের একদলীয় প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে এমন দূরাবস্থার নির্বাচন অতীতে কখনো হয়নি। এ নির্বাচনের সাথে জনগণের কোন ধরণের সম্পৃক্ততা নেই। দেশের শতকরা ৯০ ভাগেরও বেশী মানুষ এ নির্বাচন প্রত্যাখ্যান করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের প্রতি তাদের অবস্থান ব্যক্ত করেছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে অবরুদ্ধ করে রেখে প্রহসনের নির্বাচনে বাধ্য করা সত্বেও জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেনি।