যা ধারণা করেছিলাম, তার চেয়েও খারাপ দেখলাম
‘আমি যা মনে করেছিলাম, তার চেয়েও খারাপ দেখলাম’- রোববার তৃতীয় মাত্রায় ড. আকবর আলী খান একথা বলেন। তিনি বলেন, আইনের বিবেচনায় সব ঠিক থাকলেও একে তো নির্বাচন বলা যায় না।
তিনি বলেন, পরিস্থিতি উত্তরণের কোনো ইচ্ছে ছিল না। কারন সেটি থাকলে এরকম নির্বাচনের পথে সরকার যেত না।
তৃতীয় মাত্রার অপর আলোচক অধ্যাপক জিল্লুর রহমান, আমি দু’টি ভোট কেন্দ্রে গেলাম- সাংবাদিক দেখলেও, ভোটার তো পেলাম না; এটার দরকার ছিল না। তিনি বলেন, সবকিছুকে দলীয়করণ করা হয়েছে।
তিনি বলেন, সমস্যা ন্যায় বিচারের সংকট। আজকে ন্যায় বিচার থাকলে কোনে সমস্যাই থাকত না। আওয়ামী লীগের যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি ভালো উদ্যোগ হলেও সেক্ষেত্রে স্বচ্ছতা খুব জরুরি ছিল।