সরকারি কর্মচারীদের বেতন বাড়াবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে তার দল কনজারভেটিভ পার্টি বিজয়ী হলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হবে। তিনি আরো বলেছেন, ২০১৫ সালের নির্বাচনে জনগণ তার দলকে ভোট দিলে ২০২০ সালের মধ্যে বেতন-ভাতা সর্বনিম্ন আড়াই শতাংশ বাড়ানো হবে। একইসঙ্গে তিনি অবসরের বয়সসীমা বাড়ানোর পক্ষেও কথা বলেছেন।
এর আগে দেশটির অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, ২০৩০ সালের মধ্যে সরকারি কর্মচারীদের অবসরের বয়স সীমা বাড়িয়ে ৭০ বছর করার পরিকল্পনা নেয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এমনসময় বেতন বাড়ানোর ইঙ্গিত দিলেন যখন দেশটিতে দারিদ্রের হার আগের চেয়ে বেড়েছে।