আগামী নির্বাচনে সমঝোতা হবে : প্রধানমন্ত্রী
নির্বাচনে না এসে বিএনপি নেত্রী একুল-ওকুল দু’কুলই হারিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। রোববারের নির্বাচনে জয়লাভের পর সোমবার তিনি গণভবনের খোলা মাঠে এ সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধানমন্ত্রী বলেন, যতটুকু ভোট পড়েছে তাতে আমি সন্তুষ্ট। বিরোধী দলের সহিংসতা, বোমাবাজি প্রত্যাখ্যান করে জনগণ ভোট দেয়ায় দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এতো বোমাবাজির মধ্যেও সাহস নিয়ে তারা ভোট দিয়েছেন। এ নির্বাচনে বিজয় হয়েছে গণতন্ত্রের। পরাজয় হয়েছে স্বাধীনতা বিরোধীদের।
এই নির্বাচনকে গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারির নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো। কিন্তু আমাদের সকলের প্রত্যাশা ছিল বিরোধী দল নির্বাচনে আসবে। আমি তাদের বারবার সংলাপে আসার আহ্বার জানিয়েছিলাম। কিন্তু তারা বেছে নিয়েছে ধ্বংসাত্মক পথ। এই সন্ত্রাসের পথ পরিহার করে গণতান্ত্রিক পথে আসার আহ্বান জানিয়েছিলাম। বিরোধী নেতা খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে আপনি আলোচনায় আসুন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সমঝোতা হবে। তিনি বলেন, জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছেন তাতে দেশের উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখবো।