বিবাহ-পূর্ব যৌন মিলন ধর্মীয় নীতি বিরোধী : ভারতীয় আদালত
ভারতের রাজধানী দিল্লির একটি আদালত বিবাহ-পূর্ব যৌন মিলনকে অনৈতিক এবং সব ধর্মীয় নীতি বিরোধী বলে অভিহিত করেছে। দিল্লির দ্রুত বিচার আদালতের বিচারক বীরেন্দ্র ভাট একটি ধর্ষণের মামলার রায় দেয়ার সময় এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো মহিলাকে যৌন মিলনে প্রলুব্ধ করা হয় এবং পরবর্তীতে ওই ব্যক্তি সে মহিলাকে বিয়ে না করে তাহলে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা যাবে না। পূর্ণবয়স্ক, শিক্ষিত এবং অফিসে চাকরি করে এমন কোনো মহিলা যখন এ ধরণের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে মিলিত হন তখন সে নিজ দায়িত্বে এবং এ জাতীয় সম্পর্কের বিপদ বুঝেই এ কাজ করেন। এক্ষেত্রে মহিলার উপলব্ধি করা উচিত যে, তিনি এমন এক কাজে লিপ্ত হচ্ছেন যা কেবল অনৈতিক নয় বরং সব ধর্মীয় নীতিরও বিরোধী। বিশ্বের কোনো ধর্মই বিবাহ-পূর্ব যৌন মিলনকে সমর্থন করে না বলে রায়ে পরিষ্কার ভাষায় উল্লেখ করছেন বিচারপতি বীরেন্দ্র ভাট।