নতুন সরকারের মেয়াদ হবে ৫ বছর : হাছান মাহমুদ
পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ৫ বছরের জন্যই সরকার গঠন করা হবে। তবে বিএনপি যদি জামায়াতকে পরিহার করে সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ করে আলোচনায় আসলে পরবর্তী নির্বাচন নিয়ে সমঝোতা হতে পারে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে মহাজোট সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হতে যাচ্ছে তা পাঁচ বছরের জন্যই।
এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেক সময়ে চিকিৎসকরা রোগীদের ফিটনেস পরীক্ষার জন্য খেলতে পাঠান। এরশাদ যখন বাড়িতে যেতে চাইবেন তখনই তিনি যেতে পারবেন। এখন তিনি নিয়মিত যে গলফ খেলছেন তা তার চিকিৎসারই একটা অংশ।