সিরিয়ায় দুই শতাধিক বিদ্রোহীর আত্মসমর্পণ
সিরিয়ার রাজধানী দামেস্কর নিকটে একটি শহরে রবিবার কমপক্ষে দুই শতাধিক বিদ্রোহী সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর এনডিটিভির। দামেস্কের উত্তরে বারজেহ শহরে আত্মসমর্পণকারী এ সব বিদ্রোহীরা ফ্রি সিরিয়ান আর্মি ও আল-কায়দা সম্পৃক্ত নুসারা ফ্রন্টের সদস্য। সরকারি বাহিনী এ সব বিদ্রোহীদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদের নিয়ন্ত্রণ নিয়েছে।
তবে কী কারণে এত বিপুল সংখ্যক বিদ্রোহী আত্মসমর্পণ করছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহীদের তিন বছর ধরে যুদ্ধ চলছে। এ দিকে আন্তার্জাতিক সমপ্রদায়ের তৎপরতায় সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে চলতি মাসে জেনেভায় দ্বিতীয়বারের শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।