সহিংসতারোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

PMজাতীয় সংসদ নির্বাচনে জয়ের এক দিন পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় দেশে চলমান সহিংসতা প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকাল ৪টার দিকে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা শফিক আহমেদ ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানিয়েছেন, তার সরকার জনগণের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।’
কবে সরকার গঠন হতে পারে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশের পরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button