সিলেটে অর্থমন্ত্রীর বাসায় ককটেল নিক্ষেপ

সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বাসা লক্ষ্য করে ছোড়া দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অর্থমন্ত্রীর সিলেটের ধোপাদিঘীরপাড়স্থ বাসভবন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের ছোড়া ককটেল দুটি বাড়ি উঠানে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি।  এদিকে, ঘটনার পরপরই পুলিশ সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থমন্ত্রীর বাসভবনে যান। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button