পাকিস্তান সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Pakistanসৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আলে ফয়সাল বলেছেন, পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে নিয়ে কোনো ধরনের চুক্তি করতে ইসলামাবাদ সফরে যাননি তিনি। এক সংবাদ সম্মেলনে যুবরাজ ফয়সাল মঙ্গলবার এ কথা বলেছেন।
গত জুন মাসে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ ক্ষমতায় আসার পর  সৌদি আরবের শীর্ষ পর্যায়ের এই প্রথম কোনো কর্মকর্তা পাকিস্তান সফর করছেন। সৌদ ফয়সাল দু’দিনের সফরে আজ পাকিস্তান পৌঁছান। এ সফরে তিনি পাকিস্তানি নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবেন। তিনি কোনো মিশন নিয়ে আসেননি বলেও দাবি করেন যুবরাজ ফয়সাল।
তবে, গণমাধ্যমে এরইমধ্যে তার এ সফর নিয়ে অন্য জল্পনা-কল্পনাও ছড়িয়ে পড়েছে আর তা হলো- তিনি জেনারেল পারভেজ মুশাররফের জন্য নিরাপদ প্রস্থানের পথ করে দিতে পাকিস্তান সফরে গেছেন। পাকিস্তান সরকার গণমাধ্যমের এ রিপোর্ট নাকচ করে দিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button