তুরস্কে ৩৫০ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
তুরস্ক সরকার সোমবার রাতে সাড়ে তিন শ’ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। তাদের মধ্যে সরকারের কয়েকটি বিভাগের প্রধানও রয়েছেন। বেসরকারি সংবাদ সংস্থা দোগানের খবরে মঙ্গলবার বলা হয়েছে, মধ্যরাতে সরকার এক ডিক্রী জারির মাধ্যমে তাদেরকে বরখাস্ত করেছে। তাদের মধ্যে অর্থ সংক্রান্ত অপরাধ, সাইবার অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ দমন ইউনিট এবং পাচার রোধ সংস্থার প্রধানও রয়েছেন। ডিক্রীতে তাদেরকে বরখাস্তের পাশাপাশি ২শ’ ৫০টি পদে নতুন নিয়োগও দেয়া হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী রিসেফ তায়িপ এরদোগানের গুরুত্বপূর্ণ মিত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে যা তার ১১ বছরের শাসনের জন্য বিরাট হুমকি বলে ধারণা করা হচ্ছে। আর উচ্চ পর্যায়ের এ দুর্নীতির তদন্ত বাধাগ্রস্ত করতে সরকারের প্রচেষ্টার মধ্যে পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করা হল।