ইফতার মাহফিলে শান্তির আহ্বান জন কেরির
পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রণে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হলো ওয়াশিংটনস্থ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে আটটায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টা) পররাষ্ট্র দপ্তরের বেঞ্জামিন ফ্রাংকলিন কক্ষে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ ওবামা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশসমূহের কূটনীতিক, কংগ্রেস সদস্য, ধর্মীয় নেতারাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের আমন্ত্রিত অতিথিরা যোগ দেন। আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
পবিত্র রমজানের আদর্শে এসময় স্বাধীনতা, শান্তি এবং কল্যাণমূলক কর্মকা-ের ওপর জোর দেন তিনি। কেরি বলেন, যুক্তরাষ্ট্র সব সময় ধর্মীয় ভিন্নতার কারণে উদ্ভূত বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামরত। নিজের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের কথা উল্লেখ করে ইসরাইল-ফিলিস্তিন, সুন্নী-শিয়া দ্বন্দ্বের অবসানের আশাবাদ ব্যক্ত ও স্থায়ী শান্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি। ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার তুলে ধরে কেরি বলেন, পৃথিবীর আর কোনো দেশই যুক্তরাষ্ট্রের মত এত উদারতা দেখিয়ে নানা সম্প্রদায়ের লোকজনকে সাদরে গ্রহণ করে উপাসনার স্বাধীনতা প্রদান করেনি।