সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

ECদশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯০ জনের নামের গেজেট বুধবার প্রকাশিত হয়েছে। নির্বাচনে বিজয়ী যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলামের নাম বাদ রাখা হয়েছে। নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠায় তাদের নাম বাদ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গেজেট প্রকাশের আগে বাংলাদেশ গভর্নমেন্ট (বিজি) প্রেসে নির্বাচিতদের নামের তালিকা পাঠানো হয়।
বুধবার ভোর ৫টা পর্যন্ত ইসি সচিব ড. মো. সাদিকের নেতৃত্বে ইসি কর্মকর্তারা এ তালিকা চূড়ান্ত করেন।
আইন অনুযায়ী গেজেট বা সরকারিভাবে নির্বাচনের ফলাফল প্রকাশের তিন দিনের মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪৭টিতে ৫ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে আটটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ১৫৩টি আসনের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩২টি, জাতীয় পার্টি ৩৩টি, ওয়ার্কার্স পার্টি ছয়টি, জাসদ পাঁচটি, জেপি একটি, তরীকত ফেডারেশন একটি, বিএনএফ একটি, এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৩টি আসনে জয়ী হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button