বাংলাদেশ-ভারতের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে : আশাবাদ মনমোহনের
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আজ ভারতের প্রধানমন্ত্রীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ড. মনমোহন সিংহ এই আশাবাদ ব্যক্ত করেন বলে ড. দীপু মনি বাসসকে জানান। ড. মনমোহন সিংহ বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষর এবং সীমান্ত চুক্তি বাস্তবায়নের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, ‘মনমোহন সিংহ বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। নিরাপত্তার জন্যে বাংলাদেশ যে ব্যবস্থা নিয়েছে ভারত তাকে সব সময়ই গুরুত্ব সহকারে দেখে।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াসের কারণেই এ অঞ্চলে শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, তারা প্রত্যাশা করেন বাংলাদেশে সেক্যুলার গণতান্ত্রিক সরকার থাকবে এবং দুই দেশের সম্পর্ক যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে- তা বজায় থাকবে। আলোচনাকালে তারা দুই দেশের সরকারের মধ্যে নেয়া প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে পাওয়ার গ্রিড সংযোগকাজ এগিয়ে চলছে। সেপ্টেম্বর থেকে গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু হবে। এছাড়া জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর কাজও এগিয়ে চলেছে। টিপাইমুখের যৌথ সমীক্ষা শেষ হয়েছে। সেখানে ভারত-বাংলাদেশ যৌথভাবে পাওয়ার প্লান্ট নির্মাণ করে দুই দেশই লাভবান হবে। আগরতলা-আখাউড়া রেল-লিঙ্কের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে যাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন বলে ডা. দীপু মনি জানান। দীপু মনি আরো জানান, ড. মনমোহন পুনরায় বলেছেন, ‘ভারত এমন কোন প্রকল্প গ্রহণ করবে না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়।’ তারা পরস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, আমদানি-রফতানি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।