যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারীপ্রধান ইয়েলেন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জ্যানেট ইয়েলেন। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে তিনি প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পালন করবেন।
ব্যাংকটির বর্তমান প্রধান বেন বার্নাঙ্ক ৩১ জানুয়ারি অবসরে গেলে ১ ফেব্রুয়ারি থেকে তার স্থলাভিষিক্ত হবেন ৬৭ বছর বয়স্ক ইয়েলেন। মার্কিন সিনেটে ইয়েলেনের নিয়োগ সংক্রান্ত বিল ৫৬:২৬ ভোটের ব্যবধানে পাস হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা আশা প্রকাশ করেছেন, জীবনযাত্রার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইয়েলেন অর্থনৈতিক নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে ইয়েলেনের পথ চলা মোটেও সহজ হবে না। দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গেই সরকারি প্রণোদনা সম্পর্কিত জটিলতা মোকাবিলা করতে হবে তাকে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জ্যানেট ইয়েলেন এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।