স্পেনের প্রিন্সেসকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে স্পেনের রাজা হুয়ান কার্লোসের ছোট মেয়ে ইনফান্তা ক্রিস্টিনাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযোগে বলা হয়েছে, প্রিন্সেস তার স্বামী ইনাকি উরদানগারিনের ব্যবসা সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত। উরদানগারিনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে। প্রিন্সেসকে আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে আগামী ৮ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্পেনের রাজপরিবারের কোনো সদস্যকে এই প্রথম দুর্নীতির দায়ে আদালতে হাজির হতে বলা হয়েছে।
গত বছর ইনফান্তার স্বামী উরদানগারিনের বিরুদ্ধে নিজের পরিচালিত একটি দাতব্য সংস্থার সম্পত্তি আত্মসাতের অভিযোগ ওঠার পর তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ডিউক অব পালমা ইনাকি উরদানগারিন অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। এর মধ্যে তার স্ত্রী ইনফান্তার মালিকানাধীন একটি বাড়িও রয়েছে।