ফাস্ট-ফুডে প্রবাসীদের কাজ নিষিদ্ধ করলো মালয়েশিয়া
মালয়েশিয়ার ফাস্ট ফুড দোকানগুলোতে অন্য দেশের নাগরিকরা আর কাজ করতে পারবে না। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্ত জানানো হয়।
চাকুরির ক্ষেত্রে মালয়েশিয়ানদের অগ্রাধিকার দেয়ার জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়। রেস্টুরেন্ট, ভবন নির্মান প্রতিষ্ঠান, উদ্যান পালন ইত্যাদি খাতে কাজের বিষয়ে মালয়েশিয়া বহুলাংশে বিদেশি কর্মীদের উপর নির্ভরশীল।
এসব খাতের বেশির ভাগ কর্মী হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া থেকে যাওয়া। বিবৃতিতে আরও বলা হয়, দেখা গেছে ইদানীং স্থানীয়রা ফাস্টফুডের দোকানগুলোতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।