খালেদা জিয়া আর বিরোধীদলীয় নেতা নন : আশরাফ

Ashrafবিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া এখন আর বিরোধীদলীয় নেতা নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। আজ বৃহস্পতিবার নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠানের পর জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সৈয়দ আশরাফ বলেন, নবম সংসদ আজ থেকে বিলুপ্ত। আজকে নতুন করে যারা শপথ নিয়েছেন তারাই এখন এমপি। তারা ছাড়া আর কোনো সংসদ সদস্য নেই। আজ থেকে এ সরকার পাঁচ বছরের জন্য থাকবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে সংসদ ভেঙে দিতে পারেন। এটা তার ওপর নির্ভর করছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, এখনো আলোচনার দরজা খোলা আছে। তারা চাইলে আলোচনা হতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button