বিরক্তিকর আচরণ নিষিদ্ধ হলো না ব্রিটেনে
নগ্ন হয়ে হৈচৈ করা, গান গেয়ে বেড়ানো কিছু শিল্পীর আন্দোলনের ফলে বিরক্তিকর আচরণের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারেনি ব্রিটিশ সরকার। তবে এই আইনের বিপরীতে উৎপাত ও মানুষদের অসন্তোষ করার বিষয়ে নিষেধাজ্ঞা করা হতে পারে বলে নতুন করে চিন্তাভাবন করছে প্রশাসন যন্ত্র। বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে এমন একটি তথ্য প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার।
তবে দেশটির অধিকাংশ বিশ্লেষক বলছেন, অন্য মানুষের বিরক্তির কারণ হয় এমন আচরণ নিষিদ্ধ করা হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে। তাছাড়া মানুষ সহনশীল আচরণ করতে শিখবে।
নগ্নতাবাদিরা বলেছেন, নতুন আইনের ভিতর যেন পার্ক ও সমুদ্র সৈকতকে না রাখা হয়। তাদের দাবি তাদের সবসময় স্বাধীনভাবে চলতে দিতে হবে। তাদের সমাজবিরোধী লোক হিসাবে গণ্য করা যাবেনা।
সরকারের নতুন পদক্ষেপ অনুযায়ী কোন ব্যক্তি কোথাও এমন কোন আচরণ করতে পারবেননা যা অন্য ব্যক্তির বিরক্তির কারণ হতে পারে।
তবে হাউজ অব লর্ডসে বিরোধীদল বলেছে, মানুষের আচরণের উপর এমন নিষেধাজ্ঞা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করবে।