একাদশ নির্বাচনও শেখ হাসিনার অধীনেই হবে : সুরঞ্জিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “আলোচনায় আসতে চাইলে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। দশম সংসদ নির্বাচনে আসেননি, একাদশ নির্বাচনে যদি অংশগ্রহণ করতে চান তাহলেও শেখ হাসিনার অধীনেই করতে হবে।”
শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, “তিনি (খালেদা জিয়া) বেসামাল হয়ে পড়েছেন। এজন্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছেন। তাদের এই নির্যাতন কেবল একাত্তরের নির্যাতনের কথা মনে করিয়ে দেয়।”
মন্ত্রিসভা গঠন হওয়ার পরে কীভাবে এসব নির্যাতনকারী ও সাম্প্রদায়িক শক্তিকে শায়েস্তা করতে হয়, তা জনগণ দেখতে পাবেন বলেও মন্তব্য করেন তিনি।
দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, “কইছিলাম না ভোট হইব, ভোট হইছে, আমরা পাস করব, পাস করছি। নির্বাচনের গেজেট হইব, গেজেট হইছে। শপথ হইব, শপথ হইছে। শুধু তা-ই নয়, সংসদীয় কমিটির মিটিং হইছে। সর্বসম্মতক্রমে শেখ হাসিনারে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়াদা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button