শরণার্থীদের নিয়ে বিপাকে ব্রিটেন সরকার
বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে অনেক শরণার্থীই যুক্তরাজ্যে আছে। তদের বেশির ভাগই সরকারি শরণার্থী শিবিরে থাকে। তবে শরণার্থীদের যেভাবে থাকার কথা তা অনেক শরণার্থীই সেভাবে থাকে না। শুক্রবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
দেশটির ন্যাশনাল অডিট অফিস বলছে, তারা কয়েকজন শরণার্থীকে উন্নত প্রযুক্তি (টিভি, আই-প্যাড) ব্যবহার করা অবস্থায় আটক করেছে। আসলে তারা সত্যিকারের শরণার্থী না ভুয়া পরিচয় দিয়ে সেখানে রয়েছে তা খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, যুক্তরাজ্য সরকার ১৫০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ২৩ হাজার শরণার্থীর জন্য একটি শিবির স্থাপন করেছে। সেখানে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের রাখা হয়।