সংখ্যালঘুরা সরকারের নোংরা রাজনীতির শিকার : জামায়াত
দেশের সংখ্যালঘু সম্প্রদায় সরকারের নোংরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসী, দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকালে এক বিবৃতিতে এ আহবান জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। সরকারের প্রতিহিংসার শিকার দেশের শান্তিপ্রিয় জনগণ। জামায়াত-শিবিরসহ বিরোধী দল ও নিরীহ মানুষের রক্তে দেশ ভাসছে। প্রতিদিনই সাধারণ মানুষ নিহত হচ্ছে। জনগণ আহত, পঙ্গুত্বের শিকার হচ্ছে। সরকারের নির্দেশে মানুষের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে।
জামায়াত নেতা বলেন, আবহমানকাল থেকে মুসলমান-হিন্দু-বৌদ্ধসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যে লালিত বাংলাদেশে চলছে সরকারি দলের হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ। নারী, শিশু, বৃদ্ধ কেউ এই হামলা থেকে রেহাই পাচ্ছে না। দেশের নাগরিকরা সাংবিধানিক ও মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত।
দেশের সংখ্যালঘু সম্প্রদায় সরকারের নোংরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার মন্তব্য করে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় ও বিরোধী দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঘর-বাড়ি, ধর্মীয়, সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদির ফলে দুর্বৃত্তরা যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে তাতে হাজার হাজার মানুষ আজ সীমাহীন ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেশী-বিদেশী সাহায্যসংস্থা, বিত্তবান নাগরিক এবং শান্তিকামী আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে দলীয় নেতা-কর্মীদেরকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হচ্ছে।