ওবামাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিঠি
মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গুপ্তচরবৃত্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, গোয়েন্দাবৃত্তি নিয়ে প্রয়োজনীয় সংস্কারের সময় মানুষের অধিকারকে বিবেচনায় নিতে হবে।
গত বৃহস্পতিবার ওবামাকে লেখা এক খোলা চিঠিতে অ্যামনেস্টি বলেছে, সত্যিকারের সংস্কার বাস্তবায়নের জন্য মানবাধিকারকে মার্কিন নীতির কেন্দ্রবিন্দুতে রাখুন।
চিঠিতে ওবামাকে কিছু পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে-গোয়েন্দাবৃত্তির বিষয়ে যে সংস্কার আনা হচ্ছে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। শুধু মার্কিন নয় বরং সব মানুষের অধিকারকে স্বীকার করতে হবে।
এছাড়া আমেরিকায় আন্তর্জাতিক মানের মানবাধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। পাশাপাশি এডওয়ার্ড স্নোডেনের মতো গোপন তথ্য ফাঁসকারী ব্যক্তিদের অধিকার রক্ষার প্রতিশ্রুতিও চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা আমেরিকা ও সারা বিশ্বের কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে বলে কিছুদিন আগে খবর বের হওয়ার পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টি এ খোলা চিঠি লিখল।