জামায়াত নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথবাহিনীর হাতে আটকের কয়েকঘণ্টা পর এক জামায়াত নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মোহাম্মদ নাসমুস সাকিব (২৮)। তিনি গ্রীধারীপুর গ্রামের ডাঃ জাহিদুল ইসলামের ছেলে। সাকিব সাবেক ছাত্রশিবির নেতা ও জামায়াতে ইসলামীর পলাশবাড়ী সদর ইউনিয়নের অফিস ও তথ্য গবেষণা সম্পাদক ছিলেন। গতকাল শুক্রবার রাতে যৌথবাহিনী তাকে আটকের পর আজ শনিবার ভোর ৬টার দিকে পলাশবাড়ীর ব্যারাক নামক স্থানে তার লাশ পাওয়া যায়।
জানা যায়, গত মঙ্গলবার পলাশবাড়ীতে যৌথবাহিনীর সাথে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এসময় যৌথবাহিনীর গুলিতে সাকিব আহত হন। পরে তাকে রংপুর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার রাতে সেখান থেকে যৌথবাহিনী তাকে আটক করে নিয়ে আসে। এরপর আজ ভোরে ব্যারাক নামকস্থানে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। তার ঘাড়ে ও কানে গুলির চিহ্ন ছিল। তবে এব্যাপারে স্থানীয় পুলিশ কিছুই জানে না বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান। -আশরাফুজ্জামান শাহীন, পলাশবাড়ী (গাইবান্ধা)