গুগলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ভারতীয় নির্বাচন কমিশনের
বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলো ভারতীয় নির্বাচন কমিশন। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে এই সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
চলতি সপ্তাহের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগুল ভারতীয় নির্বাচন কমিশনকে তাদের ভোটারদের তথ্যাদি সংগ্রহ বিষয়ক একটি প্রস্তাবনা পেশ করে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রস্তাব দেয়া হয় গুগুলের পক্ষ থেকে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ভি.এস. সম্পদ, নির্বাচন কমিশনার এইচ.এস. ব্রহ্ম এবং এস.এন.এ জাঈদি গুগুলের এই প্রস্তাবনা নাকোচ করে দেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সভায় এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ‘কিছু বিষয় বিবেচনা করে কশিমন গুগুলের প্রস্তাবে রাজি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গুগুল আমাদেরকে ভোটারদের যাবতীয় তথ্যাদি সংরক্ষনের প্রস্তাব দিয়েছিল।’
তবে, এর আগেই কমিশন গুগুলের সঙ্গে একটি চুক্তিতে এসেছিল। কিন্তু সেবিষয়ে কোনো তথ্যাদি ইন্টারনেটে জানানো হয়নি।
দেশটির প্রধান দলগুলোর মধ্যে কংগ্রেস এবং বিজেপি ও কিছু ইন্টারনেট বিশেষজ্ঞ গুগুলের এই প্রস্তাবের বিষয়ে শংকা প্রকাশ করেন। কংগ্রেস এক লিখিত বক্তব্যে প্রস্তাবনাটির নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত বিষয়টি তুলে ধরে এবং শংকা প্রকাশ করে যে এ ধরনের উদ্যোগ নির্বাচনী প্রক্রিয়া ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হবে।