সরকার যদি তালেবান হয়, আমরা আফগান হবো
বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সরকার যদি তালেবান হয় তাহলে আমরা (দেশবাসী) আফগান হয়ে যাবো।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিবিসির সংবাদদাতা আকবর হোসেনের উপস্থাপনায় বিবিসি-বাংলাদেশ সংলাপে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, সরকার গায়ের জোরে নির্বাচন করে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়। বিরোধী দলীয় নেতাকর্মীদের কোথাও মিছিল-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। সরকার যদি এ পথ পরিহার না করে, তালেবান স্টাইলে রাষ্ট্র চালানোর চেষ্টা করে তাহলে আমরা (দেশবাসী) আফগান হয়ে যাবো।
আসাদুজ্জামান নূরকে উদ্দেশ করে পার্থ বলেন, এই পরিস্থিতি আপনারা তৈরি করেছেন। আজ আমি জানি না, এখান থেকে বের হলে গ্রেফতার হব কি না। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে কেউ দেখা করলে তাকে গ্রেফতার করা হয়। কেউ সংবাদ সম্মেলন করলে তাকে গ্রেফতার করা হয়।
উপস্থিত এক দর্শকের প্রশ্নের জবাবে পার্থ বলেন, আমরা তরুণ প্রজন্ম যারা রাজনীতি করতে এসেছি, তারা মেধার রাজনীতি করতে এসেছি। আর আজ যে কারণে রাজনৈতিক নেতাদের ভিডিও বার্তা, তার জন্য দায়ী রাজনৈতিক দূর্বৃত্তায়ন। আর এই পরিস্থিতি সরকারই সৃষ্টি করেছে।
নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছি কি না, এমন প্রশ্নের জবাবে পার্থ বলেন, আমরা যখন আন্দোলন করি, তখন সেটা ক্ষমতায় যাওয়া নয়, একটি আদর্শ নিয়ে করি। আমরা বলেছিলাম, কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৫ জানুয়ারির ব্যাপক কারচুপির নির্বাচনে তা প্রমাণ হয়েছে। আমরা যদি নির্বাচনে অংশ নিতাম, আর ক্ষমতায় যেতাম, তাহলে কি আমাদের আদর্শ ঠিক থাকত?