এরশাদ ফের সিএমএইচে ভর্তি
দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ফের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছে। শনিবার দুপুরে সংসদ ভবনের শপথকক্ষে তিনি শপথ নেন। সমালোচকরা বলছেন জনতার রোষাণলে পড়ে গণথুথু নিক্ষেপের ভয়ে তিনি ফের হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এরশাদ পুনঃরায় হাসপাতালে ভর্তির বিষযে তাত্ক্ষণিকভাবে জাতীয় পার্টির কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।
শপথ নেয়ার আগে তিনি সিএমএইচ থেকে সরাসরি সংসদ ভবনে যান। ধারণা করা হয়েছিল, শপথ নিয়ে তিনি দলের দায়িত্ব নেবেন।
শুক্রবার সকালে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমনটাই জানিয়েছিলেন। শনিবার এরশাদ শপথ নেবেন জানিয়ে তিনি বলেন, ‘এইচ এম এরশাদ শিগগিরই গণমাধ্যমের সামনে হাজির হয়ে দলের অবস্থান পরিষ্কার করবেন। দলের নেতাদের মধ্যে ভুল-বোঝাবুঝির নিরসন করবেন তিনি।’ শপথ নেওয়ার পর এরশাদকে সরাসরি সিএমএইচে নেয়া হয়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি।
শপথ নেওয়ার ক্ষেত্রে এরশাদ প্রধানমন্ত্রীকে কতগুলো শর্ত দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী এসব শর্ত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
গত ১২ ডিসেম্বর এরশাদকে বনানীর বাসা থেকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পর থেকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ‘চিকিত্সাধীন’ আছেন।