শপথ অনুষ্ঠানে খালেদাকে আমন্ত্রণ
বঙ্গভবনে রোববার নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এই তথ্য জানিয়েছেন। শনিবার রাতে নিজ কার্যালয়ে সাংবদিকদের তিনি বলেন, “শপথ গ্রহণের সব আয়োজন শেষ হয়েছে। এক হাজারের বেশি ব্যক্তিকে দাওয়াত দেয়া হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও রয়েছেন।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সন্ধ্যায় (শনিবার) তিনি (প্রধানমন্ত্রী) তালিকা দিয়েছেন। নতুন মন্ত্রিসভার তালিকা অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি।”
যারা মন্ত্রী হয়েছেন তাদের টেলিফোনে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে বলেও জানান তিনি।
গত ৫ জানুয়ারি রোববার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপিবিহীন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রোববার তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।