সিলেটে পুলিশের নির্দেশে জামায়াত ছাড়া সমাবেশ করল বিএনপি

সিলেটে পুলিশের নির্দেশে ১৮ দলীয় জোটের অন্যতম শরীক দল জামায়াত ছাড়াই সমাবেশ করেছে বিএনপি। শনিবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শনিবার বিকেলে কোর্ট পয়েন্টে ১৮ দলীয় জোটের পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল। সমাবেশ শুরুর আগে নেতাকর্মীরা কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন। এসময় কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান কোর্ট পয়েন্টে অবস্থানরত সিলেট জেলা বিএনপির জেষ্ঠ্য সহ সভাপতি দিলদার হোসেন সেলিমকে গিয়ে সমাবেশে জামায়াতকে যোগ না দেয়ার নির্দেশ দেন। জামায়াত সমাবেশে আসলে সমাবেশ করতে দেয়া হবে না বলেও সর্তক করেন ওসি। দিলদার হোসেন সেলিমও ওসিকে আশ্বস্থ করেন জামায়াতের যোগ না দেয়ার বিষয়টি। পরে জামায়াত ছাড়াই ১৮ দলীয় জোটের সমাবেশ করে বিএনপি।
দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেকের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, মহানগরের সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, জেলার সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান রূপা, খেলাফত মজলিস নেতা মাওলানা আবদুল হান্নান প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button