সরকারি গাড়ি ফেরত দিলেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নবম সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে সরকার থেকে পাওয়া দু’টি গাড়ি ফেরত দিয়েছেন। গত বৃহস্পতিবার এবং শুক্রবার গাড়িগুলো ফেরত দেয়া হয়।
গাড়ি ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উপস্থিত তার এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চেয়ারপারসন সরকার থেকে পাওয়া দুইটি গাড়িই ফেরত দিয়েছেন।
দুটি গাড়ির মধ্যে একটি সংসদ সচিবালয়ের এবং অপরটি বিরোধীদলীয় নেতা হিসেবে ব্যবহার করা হতো।
সরকারি গাড়ি জমা দেয়ার কারণে নিজের ব্যক্তিগত গাড়িতে করেই গুলশান কার্যালয়ে আসেন খালেদা জিয়া। এ সময় তার গাড়িতে দলীয় পতাকা থাকলেও ছিল না জাতীয় পতাকা।