নতুন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন সিলেটের ৩ জন
নতুন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন সিলেটের ৩ জন সাংসদ। বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সারপ্রাইজ মন্ত্রী হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলী রোববার শপথ গ্রহনের জন্য আমন্ত্রণ পেয়েছেন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সুপারিশকৃত মন্ত্রীসভার কাঠামো রাষ্ট্রপতি অনুমোদন করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ রোববার বিকেল সাড়ে ৩টায় নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন। শপথ শেষে মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে। নতুন মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন সিলেটের সাবেক আরো দুই মন্ত্রী। তারা হলেন সাবেক দফতর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।
এবার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপমন্ত্রীরাও নতুন মন্ত্রিসভায় থাকবেন বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া ।
সিলেটের ৪ জন সাংসদ গত মহাজোট সরকারের মন্ত্রীদের তালিকায় ছিলেন। এবার এ সংখ্যা কমে দাঁড়ালো ৩-এ। যদিও দলীয়সূত্রে জানা গেছে যে, ভবিষ্যতে মন্ত্রীসভার আয়তন বাড়াবে সরকার। ওই সময় সিলেটের আরো ১-২ জন সাংসদের ঠাঁই হতে পারে মন্ত্রীসভায়।
প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে সিলেটের উপাধ্যক্ষ আব্দুস শহীদ, শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মাহবুব আলী, এম এ মান্নান, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও রেজা কিবরিয়ার মন্ত্রী হওয়ার গুঞ্জন সর্বত্র ভাসছিল।