বাণিজ্য মেলায় সর্বাধিক প্যাভিলিয়ন পাকিস্তানের
১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৭টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে পাকিস্তানকে। যা বিদেশি কোনো দেশের জন্য সর্বোচ্চ সংখ্যক প্যাভিলিয়ন। তবে মেলার প্রথম দিন মেলা প্রাঙ্গনে চোখে পড়েনি পাকিস্তানি কোনো প্যাভিলিয়ন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেওয়া তথ্যানুযায়ী, এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়াম স্টল, খাবার দোকান ও সাধারণ দোকানসহ মোট ৪৭১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে বিদেশি প্যাভিলিয়ন রয়েছে ২০টি। যার ৭টিই পাকিস্তানের। আর ৫টি প্যাভিলিয়ন নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে ভারত।
প্রিমিয়াম স্টলের ক্ষেত্রেও বিদেশির তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে পাকিস্তান। তবে এ ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে আরো কয়েকটি দেশের দুটি করে স্টল রয়েছে বলে জানান তিনি।
পাকিস্তানকে সর্বোচ্চ সংখ্যাক প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া এবং মেলার প্রথম দিন পাকিস্তানের কোনো প্যাভিলিয়ন বসতে না দেখার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ইপিবির সদস্য সচিব বিকর্ণ কুমার ঘোষ। তবে দু’এক দিনের মধ্যে পাকিস্তানের প্যাভিলিয়ন দেখা যাবে বলে জানান তিনি।