মন্ত্রী-উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৭০ গাড়ি
মন্ত্রিপরিষদ বিভাগের জন্য ৭০টি গাড়ি প্রস্তুত রয়েছে। এরমধ্যে আগের ৩৫টি গাড়ি। আর নতুন করে ৩৫টি গাড়ি প্রস্তত করা হয়েছে। জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী নতুন ৩৫টি গাড়ি মন্ত্রীসভার নতুন সদস্যদের জন্য প্রস্তুত করে সচিবালয়ে পাঠিয়েছে পরিবহন পুল। রোববার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথের আগে সকাল থেকেই সচিবালয়ের গেইটে সারি বেঁধে সাজিয়ে রাখা হয়েছে কালো রঙের গাড়িগুলো।
ঝকঝকে তকতকে প্রতিটি গাড়ির সামনে পতাকার দণ্ড সাদা কভারে ঢাকা। প্রতিটি গাড়ির জন্য চালকও প্রস্তুত আছেন। গাড়ি পাঠানোর বিষয়টি জানিয়ে পরিবহন পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে- “মন্ত্রিসভা বিভাগের চাহিদা অনুযায়ী নতুন করে ৩৫টি গাড়ি সরবরাহ করা হলো।”