সাঈদীর আপিল আবেদনের শুনানি শুরু
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চে এ শুনানি চলছে। অন্য ৪ বিচারপতি হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। প্রায় ৫০ দিন পর সোমবার সাঈদীর পক্ষে আপিল শুনানি করছেন অ্যাডভোকেট এএসএম শাহজাহান। তিনি সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া ২৮তম সাক্ষী তদন্ত কর্মকর্তার জেরা উপস্থাপন করছেন।এর আগে সর্বশেষ গত বছরের ২৫ নভেম্বর শুনানি হয়েছিলো। পরে হরতাল-অবরোধের কারণে আর শুনানি হয়নি। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।