বিরোধী নেতা হিসেবে রওশনের প্রথম দিন
সকাল ৯টা। গুলশান-২ এর ৬৭ নম্বর বাসার সামনে তখনই মানুষের ভিড়। তারা এসেছেন সদ্য দায়িত্ব পাওয়া বিরোধী নেতা রওশন এরশাদকে শুভেচ্ছা জানাতে। সকাল থেকেই নেতাকর্মীরা একে একে আসতে থাকেন রওশন এরশাদের বাসায়। গেটের বাইরে ছিলেন উৎসুক গণমাধ্যম কর্মীদের চোখ। কিন্তু রওশন এরশাদ বাসার বাইরে আসেন একবারই। তবে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। সোজা গাড়িতে উঠে চলে যান বঙ্গভবনে। বিরোধী নেত্রী হিসেবে মর্যাদা দিয়ে গেজেট প্রকাশের পর রওশন এরশাদের বাসায় নিরাপত্তা প্রটোকল দেয়া হয়েছে। দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বাসা থেকে বের হন বঙ্গভবনে যাওয়ার উদ্দেশ্যে। দুপুর ৩টায় তিনি পৌঁছান বঙ্গভবনে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে রওশন এরশাদ সকলের সঙ্গে কুশল বিনিময় করে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কথা না বলেই বেরিয়ে যান। বঙ্গভবন থেকে রওশন সোজা চলে যান গুলশানের বাসায়। এদিকে বঙ্গভবনের অনুষ্ঠানে রওশন এরশাদের পাশে বসেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।