মাত্র ১৭ হাজার ৪০০ টাকায় সৌদি আরব

সরকারের দীর্ঘ চেষ্টার পর প্রথমবারের মতো স্বল্প খরচে সৌদি আরবে যাচ্ছেন ৩৪৮ জন বাংলাদেশি শ্রমিক। স্বাস্থ্য পরীক্ষা, ভিসা ফি, সার্ভিস চার্জ, কল্যাণ তহবিল ও আরোহন ফি মিলিয়ে শ্রমিকদের মাথাপিছু ব্যয় হচ্ছে ১৭ হাজার ৪০০ টাকা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইতোমধ্যে এসব শ্রমিক মন্ত্রণালয় থেকে দেশ ছাড়ার অনুমোদন পেয়েছেন। দুটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিকরা সৌদি আরবে যাচ্ছেন। এগুলো হচ্ছে কিজওয়া এন্টারপ্রাইজ লিমিটেড ও দাহমাসি করপোরেশন।
কিজওয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক রাজিব আহমেদ বলেন, তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ১৭০ জন পরিচ্ছন্নকর্মী দুই বছরের ভিসা নিয়ে সৌদি আরব যাচ্ছেন।
তিনি বলেন, প্রত্যেক কর্মী মাসে ৬০০ সৌদি রিয়েল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা) বেতন পাবেন। শ্রমিকদের থাকা, খাওয়া এবং কর্মস্থলে যাতায়াত খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button