ভয়াবহ দাবানলের কবলে পশ্চিম অস্ট্রেলিয়া
ভয়াবহ দাবানলের কবলে পশ্চিম অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকা। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফলে পারথ শহরে আতঙ্ক ছড়িয়েছে। রবিবার আগুনের শিখা প্রায় ২০ মিটার উচ্চতায় পৌঁছে গিয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।
যার ফলে বেশ কয়েকটি বাড়ি ভস্মীভূত। অস্ট্রেলিয়ার দমকল বিভাগ জানিয়েছে, হাওয়ার দাপটে দাবানল ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে। আগুন নিয়ন্ত্রণে যদ্ধকালীন তত্পরতায় কাজ করছেন সত্তরটি দমকলকর্মী। এছাড়া আকাশ থেকেও হেলিকপ্টার মারফত্ জল ছড়ানো হচ্ছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে থাকায় পার্থ শহরে জারি হয়েছে বিশেষ সতর্কতা।