ইউরোপে মৌমাছির অভাবে কমে যাচ্ছে ফলন
মৌমাছির জন্য সারা ইউরোপজুড়ে চলছে হাহাকার। কারণ মৌমাছির স্বল্পতার কারণে ইউরোপজুড়ে ফসলের পরাগায়ন হুমকির মুখে পড়েছে। ফলে ফসলের ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিবিসি।
ইউরোপের অর্ধেকের বেশি দেশে পরাগায়নের জন্য যথেষ্ট মৌমাছি নেই। নতুন এক গবেষণায় বিষয়টি ওঠে এসেছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে মৌমাছি স্বল্পতা চোখে পড়ার মতো। সেখানে প্রয়োজনের তুলনায় মাত্র এক-চতুর্থাংশ মৌমাছি রয়েছে।
বিজ্ঞানীরা বিশ্বাস করেন, জৈব জ্বালানি উৎপাদনকারী ফসলের চাষ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় পরাগায়নের জন্য অতিরিক্ত মৌমাছির চাহিদা বহুলাংশে বেড়ে গেছে। ভ্রমর ও হোভারফাইয়ের মতো জংলি পতঙ্গ পরাগায়নের এই ঘাটতি পূরণে সাহায্য করতে পারে বলে তারা মনে করেন। লুস ওয়ান জার্নালে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে।