ঘোড়ায় চড়ে ভিক্ষাবৃত্তি
প্রবাদ আছে ‘ভিক্ষা যদি করতেই হয়, ঘোড়ায় চড়েই করব।’ এ প্রবাদটি সত্য প্রমাণিত করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের উল্লারপাড় গ্রামের বৃদ্ধ শহর আলী মীর ওরফে সইট্টা ফকির (৮৫)।
সম্প্রতি উপজেলার মাথাফাটা বাজারে দেখা যায়, সইট্টা ফকির ভিক্ষা করছেন ঘোড়ায় চড়ে। তিনি স্থানীয় মাথাফাটা বাজার গ্রামীণ ব্যাংক থেকে বিনা সুদে ৬ হাজার টাকা লোন নিয়ে ছোট্ট একটি ঘোড়া কিনেন। উদ্যেশ্য ভিক্ষা করা। বয়সের ভারে নুব্জ সইট্টা ফকির আগের মতো চলতে-ফিরতে পারেন না। দু’-এক টাকা ভিক্ষায় বৃদ্ধা স্ত্রীকে নিয়ে চলতেও পারেন না। সংসারের ঘানি টানতে হিমশিম খেতে হয়। শখের ব্যাপরটিতো আছেই। তাই প্রবাদ নয়, বাস্তবে ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন সইট্রা ফকির। এতে রোজগারও এখন ভালো। এখন দু’-এক টাকা ভিক্ষা নেয় না, কমপক্ষ পাঁচ টাকা। ঘোড়া আর সংসার মিলে ভালোই আছেন শখের এ মানুষটি।