গণভোটে মিসর জুড়ে সহিংসতায় নিহত ১১
মিসরে খসড়া সংবিধানের বিষয়ে গণভোটে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর সাথে বিরোধীদের সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত তিন বছরের মধ্যে এটি মিসরে সংবিধানের ওপর তৃতীয় দফা গণভোট।
দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আমলের সংবিধান পরিবর্তন করে নতুন এ খসড়া তৈরি করা হয়। মুরসির দল মুসলিম ব্রাদারহুড এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে।
এদিকে বিবিসি জানায়, যে সংবিধানের ওপর গণভোট হচ্ছে তাতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে। এতে নারী অধিকারের সুরক্ষা আছে। কিন্তু সেই সাথে রাষ্ট্রক্ষমতায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দেশটির সরকার সতর্ক করে দেয় যে, দু’দিনব্যাপী এই ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা বলপ্রয়োগের মাধ্যমে প্রতিহত করা হবে।
এদিকে মঙ্গলবার গণভোট শুরুর আগে রাজধানীর কায়রোর ইমবাবায় আদালতের বাইরে একটি বোমা বিস্ফোরিত হয়। পুলিশ জানায়, কে বা কারা আদালতের বাইরে একটি ব্যাগের ভেতর বোমাটি রেখে যায়।