সঙ্কট নিরসনের সর্বোত্তম উপায় নির্বাচন
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, ‘আমার বিরুদ্ধে ক্ষোভ থাকলে তা প্রশমনের জন্য ব্যালট বাক্স বেছে নিন। কারণ দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের সর্বোত্তম উপায় হচ্ছে নির্বাচন।’
আগামী ২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন পেছানোর জন্য দেশটির নির্বাচন কমিশন যে প্রস্তাব দিয়েছে সে বিষয়ে বুধবার আলোচনা হওয়ার কথা রয়েছে। থাই প্রধানমন্ত্রী সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি নাকচ না করে বলেছেন, এ প্রস্তাব অসাংবিধানিক।
থাইল্যান্ডের বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘পিপলস কাউন্সিলের’ কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই কাউন্সিল নিরপেক্ষভাবে সংবিধান সংশোধন করে গণভোট দেয়ার পর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসব দাবিতে গত দুই মাস ধরে সরকারবিরোধী আন্দোলন হচ্ছে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকার বিরোধীদের দাবির মুখে পার্লামেন্ট ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচন দিলেও বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমিত হয়নি। তারা থাই সরকারে সিনাওয়াত্রা পরিবারের আধিপত্যের অবসান চায়।