মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে দেশ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ‘নির্বাচন ২০১৪ : সাম্প্রদায়িক বর্বরতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। সেক্টর কমান্ডার্স ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
ফোরামের চেয়ারম্যান ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সব বিষয়ে বিদেশি কূটনীতিকদের নাক গলানো উচিৎ নয়। এটা আমাদের জন্য লজ্জাজনক।
তিনি বলেন, শুধুমাত্র বাংলাদেশ নয়- বিশ্বে সর্বোত্তম সংবিধান ছিল ১৯৭২ সালের সংবিধান। সেই সংবিধানের কোথাও রাষ্ট্র ধর্ম কী হবে তা নির্ধারিত ছিল না। কিন্তু পঁচাত্তরের পরে সবকিছু বদলে দেয়া হয়েছে। যখনই রাষ্ট্রধর্ম নির্ধারিত হলো সেই থেকেই ধীরে ধীরে জাতিগত বিভেদ সৃষ্টি হতে শুরু করল। আর একাত্তরের বিরোধীতাকারীরা পুনর্বাসিত হলো, ক্রমান্বয়ে রাষ্ট্র ক্ষমতায়ও প্রতিষ্ঠিত হলো। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।
তিনি বলেন, প্রত্যেকটি নির্বাচনের পরই দেখা যায় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হয়। আমাদের সরকার ও প্রশাসন এ ব্যাপারে সবকিছু জেনেও হামলার পূর্বে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এজন্য রাষ্ট্রকেও জবাবদিহি করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন- ফোরামের ভাইস চেয়াম্যান কেএম সফিউল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি মুনতাসির মামুন, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ড. মালেকা বানু, পেশাজীবী সমন্নয় পরিষদের সভাপতি ডা. কামরুল ইসলাম খান, লেখক কলামিস্ট মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশ গুপ্ত প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button