খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটস শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
সারা বিশ্বে মুসলমানরা বর্তমানে এক কঠিন সময় অতিক্রম করছে, বিশেষ ভাবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশে বর্তমান সরকার মুসলমানদের ধর্মীয় অনুভূতির কোনো তওয়াক্কা না করে, জনগনের পয়সা খরচ করে ধর্ম বিদ্ধেষী নাস্তিকদের লালন করছে, শাপলা চত্তরের গণহত্যার কাছে ইতিহাসের সকল নির্যাতন আজ হার মানছে, জেল জুলুম আর নির্যাতন তো আছেই এর সাথে সাথে নতুন করে যোগ হয়েছে অপপ্রচার, বাংলার কুঠি কুঠি মুসলমানদের অধ্যাত্তিক গুরু আল্লামা শফী সাহেবকে নিয়ে সরকার শুরু করেছে আরেক নতুন ষড়যন্ত্র, সরকারের প্রত্যক্য মদদে প্রতিদিন উনার বিরদ্ধে ছড়ানো হচ্ছে মানহানিকর মিথ্যা বানাউট কল্প কাহিনীl আমরা এসমস্ত অপকর্মের তীব্র নিন্দা জানাই এবং সত্তর এ ধরনের ন্যক্কারজনক তত্পরতা বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।
অবস্থাদৃষ্টে মনে হয় ইসলাম ধর্মকে গলা টিপে হত্যা করাই যেন বর্তমান সরকার তথা আওয়ামী লীগের একমাত্র মিশন হয়ে দাড়িয়েছে।
তাই এই মুহুর্তে আমাদের একমাত্র দাবী হাসিনার সরকার যেন পদত্যাগ করে তত্তাবদায়ক সরকারের অধীনে নির্বাচনের দ্রুত ব্যবস্তা গ্রহণ করে।
এবং রমজানের এই পবিত্র মাসে বাতিলের বিরদ্ধে আরো ঐক্য বদ্ধ ভাবে প্রতিরোদ গড়ে তুলতে তুলতে হবেl এবং বিশ্বের সকল নির্যাতিত মুসলমাদের জন্য দুয়া করতে হবেl মিসরের বর্তমান অবস্তা সত্যিই দুঃখজনকl সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুর্সিকে ক্ষমতা থেকে হটিয়ে দিল সেদেশের সেনাবাহিনীরা ক্যু করে, কিন্তু গনতন্ত্রের ধ্বজাধারীরা আজ মুখে কুলুখ এটে তামসা দেখছেl তাই সকল জালেমর বিরদ্ধে এবং মজলুমের পক্ষে সুচ্চার থাকা মুসলমান হিসাবে আমাদের ঈমানী দায়িত্ব।
গত ২৩ জুলাই মঙ্গলবার ইস্ট লন্ডনের কেইবল স্ট্রিটস্থ আল হুদা মসজিদে খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটস শাখার উদ্যোগে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে কথা গুলু বলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও যুক্তরাজ্যের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, এতে বিশেষ অথিতি হিসেবে হেফাজতে ইসলাম ইউরোপ এর সভাপতি মুফতি মাওলানা শাহ সদরুদ্দিন, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সেক্রেটারী সদরুজ্জামান খান।
শাখা সভাপতি মাওলানা নুফাইছ আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল হকের পরিচালনায় অনুষ্টিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন রেনেসা সাহিত্য মজলিস ইউ কে এর সেক্রেটারী জনাব সিহাবুজ্জামান কামাল, বিশিষ্ট মানবাধিকার কর্মী মনওয়ার হোসাইন বদরদ্দুজা, জনাব লিয়াকত হুসাইন সরকার, মহানগরীর সভাপতি মাওলানা তায়ীদুল ইসলাম, মহানগরীর সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ,মাওলানা হুমায়ুন রশীদ নূরী, মাওলানা জাবির আহমদ, মাওলানা অনিসুর রহমান,মাওলানা আব্দুল মালিক, হাফিজ বদরুল আলম, টাওয়ার হ্যামলেটস এর সহ সভাপতি মাওলানা হাফিজ ইমদাদুল হক, বায়তুল মাল সম্পাদক জনাব ফজল মাহমুদ খান জনাব মানিক মিয়া সহ কমিউনিটির আরো অনেক গন্যমান্য ব্যক্তি বর্গ।
এরপর বাংলাদেশ থেকে আগত মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন সিলেট মুন্সী বাজার মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা আব্দুল মোছাব্বির (দা বা) এর দিক নির্দেশনা মূলক নসিহত এবং দুয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।