ব্রিটেনে শিশু পর্ণোগ্রাফি চক্রের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার ১৭
শিশুদের ওপর যৌন নিপীড়নকারী চক্রের বিরুদ্ধে দমন অভিযান পরিচালনা করেছে ব্রিটেনের নেতৃত্বে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের একটি দল। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানিয়েছে, শিশু পর্ণোগ্রাফির অভিযোগে ১৭ জন ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। চক্রটি ইন্টারনেটে ফিলিপাইনের শিশুদের দিয়ে তৈরি যৌন নিপীড়নের ভিডিও প্রকাশ করত। ওয়েব ক্যামে সরাসরি যৌন ভিডিও দেখানোর জন্য ব্রিটেনের আরো ১৩৯ নাগরিকের বিরুদ্ধে তদন্ত চলছে। এনসিএ জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে শিশু পর্ণোগ্রাফি একটি বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ২০০১ ও ১৯৯২ সালে শিশুদের অশালীন ছবি তৈরির অভিযোগ উঠেছিল।