ফিলিপাইনে ব্যাপক বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৩৪
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্যার পানি বেড়ে যাওয়ায় হাজার হাজার লোক বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। এদিকে সপ্তাহব্যাপী খারাপ আবহাওয়ার কারণে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মিন্দানাও দ্বীপে গত ২৪ ঘণ্টায় আগুসান নদীর তীরবর্তী বন্যা প্লাবিত এলাকার পানি বেড়ে যাওয়ায় অন্তত ৮ হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
এদিকে ওই এলাকায় একই সময়ে বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
সূত্র মতে, আগুসান এলাকা থেকে আগেও লোকজনকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। তাদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজারে। তারা বিভিন্ন স্কুল ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছে। গত ১০ জানুয়ারি প্রবল বর্ষণের পর থেকে এসব লোক বাড়িঘর ছাড়তে শুরু করে। এ ছাড়া এ অঞ্চলে বন্যা ও ভূমি ধসে ১৫ জনের প্রাণহানি ঘটে।
এদিকে মিন্দানাওয়ের পূর্ব উপকূলে এ সপ্তাহে আরো ১৯ জন মারা গেছেন।