মুক্তি পেলেন সেলিমা রহমান
বোমা হামলার মামলায় জামিনের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে শুক্রবার সকাল সোয়া ১১টায় মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সেলিমা রহমানের জামিনের কাগজপত্র কারাগারে আসে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির এ খবর নিশ্চিত করেন।
গতকাল ২০ হাজার টাকার মুচলেকায় সেলিমা রহমানের জামিন মঞ্জুর করেন মহানগর হাকিম মাহবুবুর রহমান।
গত ৫ জানুয়ারির নির্বাচনের আগের দিন মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার কার্যালয় লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। পুলিশের অভিযোগ, নির্বাচন বানচাল করতেই ওই হামলা হয়। গত ৭ জানুয়ারি সেলিমা রহমানকে তার বাড়ি থেকে আটকের পর এই মামলায় গ্রেফতার দেখানো হয়।